স্পোর্টস ডেস্ক
১৫ ডিসেম্বর, ২০২৫, 4:40 PM
আগামীকাল দোহায় ‘ফিফা দ্য বেস্ট’ গালা, জানা যাবে বর্ষসেরাদের নাম
বিশ্ব ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ‘ফিফা দ্য বেস্ট’–এর অপেক্ষার অবসান হতে যাচ্ছে। সংক্ষিপ্ত তালিকা প্রকাশের পর এবার চূড়ান্ত দিনক্ষণ ও ভেন্যু ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আগামীকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) কাতারের দোহায় বসছে তারকাবহুল এই আয়োজন।
দোহার অভিজাত ফেয়ারমন্ট কাতারা হলে অনুষ্ঠিত জমকালো গালা ডিনারে ঘোষণা করা হবে বিজয়ীদের নাম। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে মূল অনুষ্ঠান। ফুটবলপ্রেমীরা ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি এই আয়োজন উপভোগ করতে পারবেন।
এবারের ‘ফিফা দ্য বেস্ট’ আসরে ছেলে ও মেয়েদের ফুটবলে বর্ষসেরা খেলোয়াড় ও কোচের পুরস্কারের পাশাপাশি বর্ষসেরা গোলরক্ষক, সেরা গোলের জন্য পুসকাস অ্যাওয়ার্ড, ফেয়ার প্লে অ্যাওয়ার্ড এবং বর্ষসেরা সমর্থক দলসহ মোট ৮টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে।
সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ছেলেদের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। এ ক্যাটাগরিতে সেরা ১১ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন কিলিয়ান এমবাপ্পে, লামিনে ইয়ামাল, পেদ্রি, হ্যারি কেইন ও মোহাম্মদ সালাহ। তাদের সঙ্গে লড়াইয়ে রয়েছেন কোল পালমার, উসমান দেম্বেলে, ভিতিনিয়া, রাফিনিয়া, আশরাফ হাকিমি ও নুনো মেন্দেজ।
ফিফা জানিয়েছে, সদস্য দেশগুলোর জাতীয় দলের অধিনায়ক, কোচ ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ভোটের ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করা হয়েছে। পাশাপাশি বিশ্বজুড়ে ১ কোটি ৬০ লাখের বেশি সমর্থক অনলাইনে ভোট দিয়ে এই নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
এখন দেখার বিষয়, ফুটবল বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতির মঞ্চে কার হাতে উঠছে এবারের ‘ফিফা দ্য বেস্ট’ ট্রফি।