সংবাদ শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
২১ ডিসেম্বর, ২০২৫, 12:12 AM
আসামে এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সাতটি হাতির মৃত্যু, পাঁচ বগি লাইনচ্যুত
ভারতের আসাম রাজ্যে দিল্লিগামী একটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অন্তত সাতটি হাতি নিহত হয়েছে। দুর্ঘটনায় রাজধানী এক্সপ্রেসের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনাটি শুক্রবার দিবাগত রাতে হোজাই এলাকায় ঘটে।
রেলওয়ে সূত্র জানায়, শতাধিক হাতির একটি পাল রেললাইন অতিক্রম করছিল। লোকোমোটিভ চালক জরুরি ব্রেক চাপলেও সংঘর্ষ এড়ানো যায়নি। তবে কোনো যাত্রীর হতাহতের খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর উদ্ধারকারী ট্রেন ও রেল কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার এবং লাইন স্বাভাবিক করার কাজ শুরু করেন। ক্ষতিগ্রস্ত বগির যাত্রীদের অন্য কোচে স্থানান্তর করা হয়। পরে ট্রেনটি সকাল ৬টা ১৫ মিনিটে গুয়াহাটির উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
সম্পর্কিত