আন্তর্জাতিক ডেস্ক
২৫ ডিসেম্বর, ২০২৫, 11:51 PM
ক্রিসমাসের বার্তায় জেলেনস্কির কড়া ভাষা, যুদ্ধের নৈতিক লড়াই তুলে ধরার চেষ্টা
ক্রিসমাস ইভে দেওয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মন্তব্য শুধু রাজনৈতিক বক্তব্য নয়, বরং চলমান যুদ্ধে নৈতিক অবস্থান স্পষ্ট করার একটি প্রচেষ্টা বলেই মনে করছেন বিশ্লেষকরা। পুতিনকে ইঙ্গিত করে ‘তার মৃত্যু হোক’—এমন মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
ভাষণে জেলেনস্কি ধর্মীয় বিশ্বাস ও যুদ্ধের বাস্তবতাকে একসূত্রে গেঁথে বলেন, যারা ঈশ্বরকে মানে না এবং খ্রিস্টধর্মের মানবিকতা থেকে বিচ্ছিন্ন, তারাই বড়দিনের আগে এভাবে আক্রমণ চালাতে পারে। এ বক্তব্যের মাধ্যমে তিনি রাশিয়ার হামলাকে শুধু সামরিক নয়, নৈতিক বিচ্যুতি হিসেবেও তুলে ধরেন।
বিশেষ করে বড়দিনের ঠিক আগে ইউক্রেনজুড়ে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রসঙ্গ তুলে ধরে জেলেনস্কি রাশিয়ার কৌশলগত অবস্থান প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেন। শত শত ‘শাহেদ’ ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের তথ্য তুলে ধরে তিনি বলেন, রাশিয়া আবারও নিজেদের প্রকৃত চরিত্র দেখিয়েছে।
বিশ্লেষকদের মতে, এই ভাষণ একদিকে দেশের জনগণকে মানসিকভাবে দৃঢ় রাখার প্রয়াস, অন্যদিকে পশ্চিমা মিত্রদের কাছে যুদ্ধের মানবিক দিকটি নতুন করে স্মরণ করিয়ে দেওয়ার কৌশল। ক্রিসমাসের মতো ধর্মীয় ও আবেগঘন মুহূর্তে এমন বক্তব্য আন্তর্জাতিক জনমত গঠনে প্রভাব ফেলতে পারে বলেও মনে করা হচ্ছে।