ঢাকা ১৫ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
অস্ত্রোপচার ছাড়াই প্রাণঘাতী রক্তক্ষরণ থেকে রক্ষা প্রায় শত কোটি টাকার মালিক লিটন, দুদুকে মামলার প্রস্তুতি ব্যারিস্টার সাফায়েত মোহাম্মদ রাজু ইস্টার্ন ইউনিভার্সিটির চেয়ারম্যান নির্বাচিত সিইএস ২০২৬ প্রদর্শনীতে উন্মোচন হলো আসুসের আরওজি গেমিং ল্যাপটপ দেশজুড়ে ওয়াই-ফাই কলিং সেবা চালু করল বাংলালিংক ১৩৬ কোটি টাকা আত্মসাত: সালমান এফ রহমানসহ ২২ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন যুক্তরাষ্ট্র ভিসা বন্ড দুঃখজনক, কিন্তু অস্বাভাবিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইনে ফ্রি ফ্রিজ ও টিভি বসুন্ধরা পিএইচসি পাইলের সমঝোতা স্বাক্ষর গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুলের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

ডাকসু ও হল সংসদ নির্বাচন ৯ সেপ্টেম্বর

#

ডেস্ক রিপোর্ট

২৯ জুলাই, ২০২৫,  9:07 PM

news image

দীর্ঘ ছয় বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর এই দুই নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সম্মেলন কক্ষে এই তফসিল ঘোষণা করেন ডাকসু নির্বাচন কমিশনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন।

এর আগে, গতকাল সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

ডাকসু নির্বাচন কমিশন জানিয়েছে, আগামীকাল ৩০ জুলাই প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। এই তালিকার ওপর আপত্তি জানানো যাবে ৬ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১১ আগস্ট।

মনোনয়নপত্র বিতরণ শুরু হবে ১২ আগস্ট, যা চলবে ১৮ আগস্ট পর্যন্ত। মনোনয়নপত্র জমা নেওয়া হবে ১৯ আগস্ট বিকেল ৩টা পর্যন্ত। ২০ আগস্ট মনোনয়ন বাছাই এবং ২১ আগস্ট প্রাথমিক প্রার্থীতালিকা প্রকাশ করা হবে।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৫ আগস্ট এবং চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ করা হবে ২৬ আগস্ট বিকাল ৪টায়।

ভোটগ্রহণ শেষ হওয়ার পর রাত ৯টায় ফলাফল ঘোষণা করা হবে। হল সংসদের ফলাফল ঘোষণা করা হবে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে, আর ডাকসুর ফলাফল ঘোষণা করা হবে নবাব নবাব আলী চৌধুরী সিনেট ভবনের সভাকক্ষে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই ঘোষণা শিক্ষার্থীদের মধ্যে নতুন করে উৎসাহের জন্ম দিয়েছে। তবে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, এই নির্বাচন কতটা স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হবে।

ডাকসু নির্বাচনকে ঘিরে ছাত্ররাজনীতির বিভিন্ন সংগঠন ইতোমধ্যে নিজেদের প্রস্তুতি নিতে শুরু করেছে। শিক্ষার্থীদের অংশগ্রহণ, প্রশাসনের নিরপেক্ষতা ও নিরাপদ ভোট পরিবেশ-এসবই নির্বাচনের গ্রহণযোগ্যতা নির্ধারণে গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি