ঢাকা ১৫ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
অস্ত্রোপচার ছাড়াই প্রাণঘাতী রক্তক্ষরণ থেকে রক্ষা প্রায় শত কোটি টাকার মালিক লিটন, দুদুকে মামলার প্রস্তুতি ব্যারিস্টার সাফায়েত মোহাম্মদ রাজু ইস্টার্ন ইউনিভার্সিটির চেয়ারম্যান নির্বাচিত সিইএস ২০২৬ প্রদর্শনীতে উন্মোচন হলো আসুসের আরওজি গেমিং ল্যাপটপ দেশজুড়ে ওয়াই-ফাই কলিং সেবা চালু করল বাংলালিংক ১৩৬ কোটি টাকা আত্মসাত: সালমান এফ রহমানসহ ২২ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন যুক্তরাষ্ট্র ভিসা বন্ড দুঃখজনক, কিন্তু অস্বাভাবিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইনে ফ্রি ফ্রিজ ও টিভি বসুন্ধরা পিএইচসি পাইলের সমঝোতা স্বাক্ষর গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুলের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

ডেলিভারি পার্টনারদের জন্য ফুডপ্যান্ডার বিনামূল্যে হেলথ ক্যাম্প

#

বিজ্ঞপ্তি

৩১ জুলাই, ২০২৫,  4:43 PM

news image

ডেলিভারি পার্টনারদের স্বাস্থ্য সচেতনতা ও কল্যাণ নিশ্চিত করতে রাজধানীর খিলগাঁও হাবে বিনামূল্যে হেলথ ক্যাম্প আয়োজন করেছে ফুডপ্যান্ডা বাংলাদেশ। দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্মটি এ উদ্যোগ নিয়েছে তাদের প্যান্ডা হার্টস কর্মসূচির অংশ হিসেবে। এতে সহযোগিতা করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম মেডএআই-এর সহযোগী প্রতিষ্ঠান আমার ডক্টর।

হেলথ ক্যাম্পে অংশগ্রহণকারী রাইডারদের জন্য ছিল ডায়াবেটিস শনাক্তকরণ পরীক্ষা, রক্তচাপ ও পালস চেক, শরীরের তাপমাত্রা ও অক্সিজেন স্যাচুরেশন মাপা, বিএমআই নির্ণয়, ফুসফুসের কার্যক্ষমতা মূল্যায়ন ও ইউরিন টেস্টের মতো গুরুত্বপূর্ণ প্রাথমিক স্বাস্থ্যসেবা। চিকিৎসকরা ক্যাম্পস্থলেই অংশগ্রহণকারীদের ব্যক্তিগত চিকিৎসা পরামর্শ ও ব্যবস্থাপত্র দিয়েছেন।

ক্যাম্পের বিশেষ আকর্ষণ ছিল একটি কুইজ সেশন, যেখানে সঠিক উত্তরদাতা রাইডারদের মাঝে উপহার প্রদান করা হয়, যা রাইডারদের মধ্যে বাড়তি উৎসাহ সৃষ্টি করে।

মেডএআই-এর সঙ্গে যৌথভাবে ফুডপ্যান্ডা চারটি স্বল্পমূল্যের হেলথ প্যাকেজ চালু করেছে। মাত্র ৩৫ টাকা থেকে শুরু করে ২৭৯ টাকার মধ্যে পাওয়া এই সাবস্ক্রিপশনগুলোতে থাকছে ২৪ ঘণ্টা হেলথ হটলাইন, ভিডিও কনসালটেশন, ফলোআপ সুবিধা এবং এআই প্রযুক্তিতে স্বাস্থ্য বিশ্লেষণ। প্রথম মাসে থাকছে দুটি বিনামূল্যের টেলিমেডিসিন কনসালটেশনের সুযোগ।

ফুডপ্যান্ডার হেড অব লজিস্টিকস মুকিতুর খান বলেন,ডেলিভারি পার্টনাররা আমাদের মূল চালিকাশক্তি। তাদের সুস্থতা নিশ্চিত করাকে আমরা দায়িত্ব বলেই মনে করি। এই হেলথ ক্যাম্প তারই প্রতিফলন।

এর আগেও গুলশান হাবে এ ধরনের হেলথ ক্যাম্প আয়োজন করেছিল ফুডপ্যান্ডা। সফল আয়োজনে উজ্জীবিত হয়ে ভবিষ্যতে দেশের অন্যান্য হাবেও এই কর্মসূচি বিস্তারের পরিকল্পনা রয়েছে।

প্যান্ডা হার্টস কর্মসূচির আওতায় রাইডারদের সুরক্ষা, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন, কমিউনিটি এনগেজমেন্ট ও কল্যাণের পাঁচটি খাতে নিয়মিত কাজ করে যাচ্ছে ফুডপ্যান্ডা। এর মধ্যে উল্লেখযোগ্য সুবিধা হচ্ছে কাজের সময়ের স্বাধীনতা, দুর্ঘটনাজনিত বিমা, স্বাস্থ্য সহায়তা ও অনলাইন শিক্ষার ব্যবস্থা।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি