সংবাদ শিরোনাম
বিজ্ঞপ্তি
২১ ডিসেম্বর, ২০২৫, 4:09 PM
নটর ডেম বিশ্ববিদ্যালয়ে শহিদ হাদির স্মরণে এক মিনিট নীরবতা
শহিদ ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালন করেছে নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশ। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের বিজয় দিবস ও থ্যাংকস গিভিং উদযাপন অনুষ্ঠানের শুরুতেই এ নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষকবৃন্দ ও সকল স্টাফ অংশ নেন। এক মিনিট নীরবতার মাধ্যমে তারা শহিদ ওসমান হাদির আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা জীবন উৎসর্গ করেছেন, শহিদ ওসমান হাদি তাদের অন্যতম। বিজয় দিবসের চেতনার সঙ্গে শহিদদের স্মরণ অঙ্গাঙ্গিভাবে জড়িত।
নীরবতা পালনের পর বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও থ্যাংকস গিভিং কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সম্পর্কিত