আন্তর্জাতিক ডেস্ক
০৬ ডিসেম্বর, ২০২৫, 11:47 PM
পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে ৪ ঘণ্টার গোলাগুলি, উভয়পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ
পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে শুক্রবার রাতে টানা চার ঘণ্টা ধরে গোলাগুলি হয়েছে। উভয় দেশই গোলাগুলির জন্য একে অন্যকে দায়ী করেছে। এতে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় হওয়া সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি প্রশ্নের মুখে পড়েছে।
বিবিসির খবরে বলা হয়, রাত ১০টা ৩০ মিনিটের দিকে সংঘর্ষ শুরু হয়। আফগান অংশের সীমান্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের তোলা ভিডিওতে দেখা যায়, বহু মানুষ হেঁটে কিংবা যানবাহনে নিরাপদ স্থানে ছুটছে।
কান্দাহারের তথ্য বিভাগের প্রধান আলি মোহাম্মদ হাকমাল দাবি করেন, পাকিস্তানি বাহিনী ভারী ও হালকা কামান দিয়ে হামলা চালিয়েছে। মর্টারের আঘাতে বেসামরিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মুখপাত্র মোশাররফ জাইদি অভিযোগ করেন, ‘তালেবানই উস্কানিবিহীনভাবে আগুন খুলে বসে। পাকিস্তান এর জবাব দিয়েছে।’ তিনি বলেন, সীমান্ত রক্ষা ও নাগরিকদের নিরাপত্তা দিতে দেশটি প্রতিশ্রুতিবদ্ধ।
২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর এ ধরনের সংঘর্ষই দুই পক্ষের মধ্যে সবচেয়ে বড়। যুদ্ধবিরতি বজায় রাখতে মাত্র কয়েকদিন আগেই সৌদি আরবে দুই দেশের প্রতিনিধিরা বৈঠক করেছিলেন।
এদিকে শনিবার আইএসপিআর জানায়, খাইবার পাখতুনখোয়ার টাঙ্ক ও লাক্কি মারওয়াতে পৃথক অভিযানে টিটিপির ৯ সদস্য নিহত হয়েছে। তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়।