স্পোর্টস ডেস্ক
১৭ ডিসেম্বর, ২০২৫, 5:04 PM
ফিফা দ্য বেস্ট ২০২৫: বর্ষসেরা ফুটবলার উসমান দেম্বেলে, নারী বিভাগে আইতানা বোনমাতি
কাতারের দোহায় আয়োজিত জমকালো গালা নাইটে ২০২৫ সালের ফিফা বর্ষসেরা ফুটবলার বা ‘ফিফা দ্য বেস্ট’ নির্বাচিত হয়েছেন ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে। প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর নায়ক দেম্বেলের হাতেই উঠেছে বিশ্ব ফুটবলের অন্যতম সর্বোচ্চ ব্যক্তিগত স্বীকৃতি।
গত মৌসুমে পিএসজির হয়ে স্বপ্নের মতো সময় কাটান ২৮ বছর বয়সী এই তারকা। ফ্রেঞ্চ লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ—সব প্রতিযোগিতাতেই ছিলেন দলের প্রধান ভরসা। সব মিলিয়ে ৫৩ ম্যাচে ৩৫ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৬টি গোল। এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগেই করেছেন ৮ গোল।
ফরাসি সুপার কাপে জয়সূচক গোল করা দেম্বেলে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজিকে পৌঁছানোর পথেও ছিলেন অন্যতম কারিগর। মৌসুমজুড়ে ধারাবাহিক ও প্রভাবশালী পারফরম্যান্সই তাকে ফিফার বর্ষসেরা স্বীকৃতি এনে দেয়।
এদিকে নারী ফুটবলে নিজের আধিপত্য আরও দৃঢ় করেছেন আইতানা বোনমাতি। বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের এই মিডফিল্ডার টানা তৃতীয়বারের মতো ‘দ্য বেস্ট ফিফা উইমেন্স প্লেয়ার’ নির্বাচিত হয়েছেন। দেম্বেলের মতো এবার তিনিও ব্যালন ডি’অর জিতেছেন।
কোচিং বিভাগেও প্রাধান্য ছিল পিএসজির। বর্ষসেরা পুরুষ কোচ নির্বাচিত হয়েছেন দলটির প্রধান কোচ লুইস এনরিকে। তার অধীনেই ঐতিহাসিক চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পাশাপাশি সফল একটি মৌসুম কাটায় পিএসজি। নারী ফুটবলে বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন ইংল্যান্ড জাতীয় দলের কোচ সারিনা উইগম্যান।
বর্ষসেরা গোলের পুরস্কার ‘পুসকাস অ্যাওয়ার্ড’ গেছে আর্জেন্টিনায়। বক্সের বাইরে থেকে নেওয়া চোখ ধাঁধানো এক বাইসাইকেল কিকের জন্য এই পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন ক্লাব ইন্ডিপেন্ডিয়েন্তের ফরোয়ার্ড সান্তিয়াগো মন্টিয়েল।
ফুটবলের বর্ষসেরা তারকাদের মিলনমেলায় দোহার গালা নাইট রূপ নেয় উৎসবের রঙে, যেখানে ব্যক্তিগত নৈপুণ্য ও দলগত সাফল্যের অনন্য স্বীকৃতি পায় বিশ্ব ফুটবল।