স্পোর্টস ডেস্ক
১৫ ডিসেম্বর, ২০২৫, 4:38 PM
বার্সেলোনা কিনতে ১০ বিলিয়ন ইউরোর প্রস্তাব! সৌদি যুবরাজের আগ্রহে ফুটবল দুনিয়ায় তোলপাড়
বিশ্ব ক্রীড়াঙ্গনে প্রভাব বিস্তারে সৌদি আরবের আগ্রাসী বিনিয়োগ নতুন কিছু নয়। নিউক্যাসল ইউনাইটেড অধিগ্রহণ কিংবা ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমারদের সৌদি লিগে ভেড়ানোর পর এবার সৌদি আরবের নজর পড়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার দিকে।
স্প্যানিশ গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, কাতালান ক্লাব বার্সেলোনার মালিকানা পেতে রেকর্ড ১০ বিলিয়ন ইউরো বিনিয়োগে প্রস্তুত সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ লাখ ২৫ হাজার কোটি টাকা।
বর্তমানে চরম আর্থিক সংকটে রয়েছে বার্সেলোনা। ক্লাবটির মোট ঋণের পরিমাণ প্রায় ২.৫ বিলিয়ন ইউরো। সৌদি যুবরাজের প্রস্তাবিত এই ‘মেগা ডিল’ বাস্তবায়িত হলে এক ধাক্কায় সব ঋণ পরিশোধ করে আর্থিকভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে বার্সা।
তবে এই বিনিয়োগ গ্রহণের অর্থ হলো—ক্লাবটির পূর্ণ নিয়ন্ত্রণ সৌদি যুবরাজের হাতে চলে যাওয়া। আর এখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় প্রশ্ন ও বিতর্ক।
বার্সেলোনা কিংবা রিয়াল মাদ্রিদের মতো ঐতিহ্যবাহী স্প্যানিশ ক্লাবগুলো কোনো ব্যক্তি বা করপোরেট মালিকানাধীন প্রতিষ্ঠান নয়। এগুলো পরিচালিত হয় ‘সোসিও’ বা নিবন্ধিত সদস্যদের মালিকানায়। ক্লাবের প্রশাসনিক সিদ্ধান্ত, নেতৃত্ব নির্বাচন ও ভোটাধিকার সোসিওদের হাতেই ন্যস্ত।
ফলে বর্তমান আইন ও গঠনতান্ত্রিক কাঠামোর আওতায় বার্সেলোনার পূর্ণ মালিকানা কোনো বিদেশি ব্যক্তি বা সংস্থার কাছে হস্তান্তর করা প্রায় অসম্ভব বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। এ জন্য ক্লাবের সংবিধান পরিবর্তন, সদস্যদের ব্যাপক সমর্থন এবং আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, যা বাস্তবে অত্যন্ত জটিল।
সব মিলিয়ে সৌদি আরবের আগ্রহ বার্সেলোনার আর্থিক সংকটের প্রেক্ষাপটে আলোচনার জন্ম দিলেও, এই ঐতিহাসিক ক্লাব আদৌ বিক্রি সম্ভব কি না—তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে ফুটবল বিশ্বে।