স্পোর্টস ডেস্ক
০৮ ডিসেম্বর, ২০২৫, 12:27 AM
মরক্কোকে সামনে রেখে হেক্সার লড়াইয়ে নামছে ব্রাজিল
ফুটবল ইতিহাসে একমাত্র দল হিসেবে প্রতিটি আসরে অংশ নেওয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবারও নামছে হেক্সা জয়ের স্বপ্ন নিয়ে। ২০২৬ বিশ্বকাপের ড্র’তে ‘সি’ গ্রুপে পড়েছে সেলেসাওরা। গ্রুপে তাদের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ হিসেবে দেখা হচ্ছে কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোকে। অন্য দুই দল হাইতি ও স্কটল্যান্ড।
আগামী ১৪ জুন ভোর ৪টায় নিউ ইয়র্ক–নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে ব্রাজিল। গ্রুপের বাকি ম্যাচ দুটি হবে ২০ জুন এবং ২৫ জুন। বাংলাদেশি সমর্থকদের সুবিধার কথা মাথায় রেখে বলা যায়—কোনো ম্যাচই রাত গভীরে নয়; ভোর বা সকালে অনুষ্ঠিত হবে।
বিশেষজ্ঞদের মতে, মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচই নির্ধারণ করে দিতে পারে গ্রুপে ব্রাজিলের লড়াই কতটা সহজ বা কঠিন হবে। তবে দলীয় শক্তি–গঠনে এগিয়ে থাকায় ব্রাজিল এখনও গ্রুপ–ফেভারিট।