ঢাকা ১৫ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
অস্ত্রোপচার ছাড়াই প্রাণঘাতী রক্তক্ষরণ থেকে রক্ষা প্রায় শত কোটি টাকার মালিক লিটন, দুদুকে মামলার প্রস্তুতি ব্যারিস্টার সাফায়েত মোহাম্মদ রাজু ইস্টার্ন ইউনিভার্সিটির চেয়ারম্যান নির্বাচিত সিইএস ২০২৬ প্রদর্শনীতে উন্মোচন হলো আসুসের আরওজি গেমিং ল্যাপটপ দেশজুড়ে ওয়াই-ফাই কলিং সেবা চালু করল বাংলালিংক ১৩৬ কোটি টাকা আত্মসাত: সালমান এফ রহমানসহ ২২ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন যুক্তরাষ্ট্র ভিসা বন্ড দুঃখজনক, কিন্তু অস্বাভাবিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইনে ফ্রি ফ্রিজ ও টিভি বসুন্ধরা পিএইচসি পাইলের সমঝোতা স্বাক্ষর গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুলের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

অনারের ‘বিজয়’ অফারে মিলছে ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা

#

নিজস্ব প্রতিবেদক

১৫ ডিসেম্বর, ২০২৫,  11:44 PM

news image

নিজেদের জনপ্রিয় ৪০০ সিরিজের স্মার্টফোনে আকর্ষণীয় ‘বিজয়’ অফার চালু করেছে অনার বাংলাদেশ। এই অফারের আওতায় ক্রেতারা ১০ হাজার থেকে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছেন।

অনার ৪০০ ৫জি এবং অনার ৪০০ প্রো ৫জি—এই দুই মডেলে ক্যাশব্যাক অফারটি প্রযোজ্য হবে। বর্তমানে অনার ৪০০ ৫জির বাজারমূল্য ৫৯,৯৯৯ টাকা এবং অনার ৪০০ প্রো ৫জির পাওয়া যাচ্ছে ৭৯,৯৯৯ টাকায়। ক্যাশব্যাক সুবিধার ফলে তুলনামূলক কম খরচে অনারের এ স্মার্টফোনগুলো কেনার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা।

ক্যাশব্যাক সুবিধা নেওয়ার প্রক্রিয়াটিও বেশ সহজ। ফোন কেনার পরে সংশ্লিষ্ট ঐ হ্যান্ডসেট থেকেই ডিভাইসটির আইএমইআই নম্বর এসএমএস করলে, ফিরতি বার্তায় ক্যাশব্যাক সংক্রান্ত তথ্য জানিয়ে দেওয়া হবে।

এ ছাড়া, গ্রাহকদের আরও বাড়তি সুবিধা দিতে, ‘সহজ কিস্তিতে শখের অনার’ নামের একটি সহজ ক্যাশ-ইএমআই সুবিধাও চালু করেছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে সহজ কিস্তিতে পছন্দের অনার স্মার্টফোন কিনতে পারবেন ব্যবহারকারীরা।

অনার ৪০০ সিরিজের ফোনগুলো এখনকার অত্যাধুনিক স্মার্টফোন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এ সিরিজের দুইটি মডেলেই রয়েছে ৬.৫৫ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২৭৩৬×১২৬৪ রেজুলেশন। ৬০০০ এমএএইচ সিলিকন-কার্বন ব্যাটারি ও এআই-ভিত্তিক ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম দেয় দীর্ঘ সময় নিরবচ্ছিন্ন ব্যবহারের সুবিধা।

ছবি তুলতে যাঁরা ভালোবাসেন, তাঁদের কথা মাথায় রেখেই অনার ৪০০ সিরিজের ফোনগুলোতে যুক্ত করা হয়েছে শক্তিশালী ক্যামেরা সেটআপ। এতে রয়েছে ২০০ মেগাপিক্সেলের কৃত্রিম বুদ্ধিমত্তা–সমর্থিত (এআই) মেইন ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের আল্ট্রা–ওয়াইড লেন্স ও ৫০ মেগাপিক্সেলের পোর্ট্রেট সেলফি ক্যামেরা। পাশাপাশি, ডিভাইসগুলোতে ৩০ গুণ টেলিফটো জুম সুবিধা থাকায় বেশ দূরের দৃশ্যের ছবিও তোলা যাবে স্পষ্টভাবে।

ক্যাশব্যাক সুবিধার পাশাপাশি, এই ক্যাম্পেইনে ক্রেতাদের জন্য থাকছে বাড়তি চমক। অনার প্লে১০ ও অনার ম্যাজিক ভি ফাইভ কিনলে মিলবে বিশেষ উপহার। ১০,৯৯৯ টাকা দামের অনার প্লে১০-এর সঙ্গে পাওয়া যাবে অনার নেকব্যান্ড, আর ১,৯৯,৯৯৯ টাকা দামের অনার ম্যাজিক ভি ফাইভের সঙ্গে থাকছে অনার হেডফোন।

অনার-এর সকল পণ্য ও অফার সম্পর্কে বিস্তারিত জানতে গ্রাহকেরা দেশের যেকোন অনুমোদিত অনার আউটলেটগুলোতে যোগাযোগ করতে পারেন।


logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি