নিজস্ব প্রতিবেদক
০৫ জানুয়ারি, ২০২৬, 12:09 AM
দায়মুক্তির অধ্যাদেশ জারিতে চাপ, মাহদী হাসানের নিঃশর্ত মুক্তির দাবিতে আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্ররা
জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-শ্রমিক-জনতার জন্য দায়মুক্তি নিশ্চিত করতে ২৪ ঘণ্টার মধ্যে অধ্যাদেশ জারির দাবিতে সরকারকে চাপ দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি রিফাত রশিদ বলেন, রাষ্ট্রপতি কর্তৃক ইমডেমনিটি অধ্যাদেশ নিশ্চিত করতে আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে অবিলম্বে মতবিনিময় করে চাপ প্রয়োগ করা হচ্ছে। “কোনো প্রকার তালবাহানা নয়, আমরা এখন অ্যাকশনের দিকে এগিয়ে যাচ্ছি,” বলেন তিনি।
সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—
হবিগঞ্জের নেতা মাহদী হাসানকে নিঃশর্ত মুক্তি দেওয়া এবং হবিগঞ্জ সদর থানার ওসিকে প্রত্যাহার
জুলাই অভ্যুত্থানে ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত পরিচালিত সব কর্মকাণ্ডের জন্য দায়মুক্তি দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে অধ্যাদেশ জারি
জুলাই বিপ্লবে অবদান রাখা সামরিক, আধাসামরিক ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের স্বীকৃতি, সম্মাননা ও আইনি সুরক্ষা নিশ্চিত করা
এ ছাড়া কর্মক্ষেত্রে হয়রানি বন্ধে একটি স্থায়ী কমিশন গঠন এবং ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে পদোন্নতিবঞ্চিত সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের দ্রুত পদোন্নতির দাবিও জানানো হয়।
মাহদী হাসানের জামিন প্রসঙ্গে রিফাত রশিদ বলেন, “একটি মামলায় জামিন দেওয়া হয়েছে, কিন্তু নিঃশর্ত মুক্তি দেওয়া হয়নি। আমাদের প্রথম দাবি এখনো পূরণ হয়নি। আন্দোলন চলবে।”