ঢাকা ১৫ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
অস্ত্রোপচার ছাড়াই প্রাণঘাতী রক্তক্ষরণ থেকে রক্ষা প্রায় শত কোটি টাকার মালিক লিটন, দুদুকে মামলার প্রস্তুতি ব্যারিস্টার সাফায়েত মোহাম্মদ রাজু ইস্টার্ন ইউনিভার্সিটির চেয়ারম্যান নির্বাচিত সিইএস ২০২৬ প্রদর্শনীতে উন্মোচন হলো আসুসের আরওজি গেমিং ল্যাপটপ দেশজুড়ে ওয়াই-ফাই কলিং সেবা চালু করল বাংলালিংক ১৩৬ কোটি টাকা আত্মসাত: সালমান এফ রহমানসহ ২২ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন যুক্তরাষ্ট্র ভিসা বন্ড দুঃখজনক, কিন্তু অস্বাভাবিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইনে ফ্রি ফ্রিজ ও টিভি বসুন্ধরা পিএইচসি পাইলের সমঝোতা স্বাক্ষর গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুলের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নির্বাচন ও গণভোট সামনে রেখে যৌথবাহিনীর অভিযান শুরু: ইসি

#

নিজস্ব প্রতিবেদক

২১ ডিসেম্বর, ২০২৫,  6:27 PM

news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এখন থেকেই যৌথবাহিনীর অভিযান শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। অভিযানের বিষয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

রোববার (২১ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে নির্বাচন ও গণভোট উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, “যারা দস্যুতা করতে চায়, যারা মানুষ হত্যা করতে চায় কিংবা যারা নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়—তাদের প্রতি কোনো মানবিকতা দেখানো হবে না। আইন-শৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হবে।” তিনি আরও বলেন, আবেগ ব্যবহার করে যারা অপকর্ম করেছে, তাদের উপযুক্ত প্রতিদান পেতে হবে।

তিনি জানান, নির্বাচন কমিশন নির্বাচনের পরিবেশ নষ্ট করে—এমন যেকোনো কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিহত করার নির্দেশ দিয়েছে। মাঠপর্যায়ে যৌথবাহিনীর অভিযান চালু হবে, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্দেহভাজনদের আটক কার্যক্রম জোরদার করা হবে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে বলেও জানান তিনি।

এর আগে জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় বিভিন্ন বাহিনীর সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার দুপুর ২টা ৫০ মিনিটে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।

সিইসির সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, তিন বাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি), এনএসআই, ডিজিএফআই, কোস্টগার্ড, বিজিবি, র‍্যাব, আনসার ও ভিডিপির মহাপরিচালক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার অংশ নেন।

বৈঠকে চার নির্বাচন কমিশনার—আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি