সংবাদ শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
০৮ জানুয়ারি, ২০২৬, 11:40 PM
১৩৬ কোটি টাকা আত্মসাত: সালমান এফ রহমানসহ ২২ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন
জনতা ব্যাংকের স্থানীয় শাখা থেকে ঋণের নামে ১৩৬ কোটি ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর বেসামরিক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানসহ ২২ জনের বিরুদ্ধে মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার কমিশন মামলাটি অনুমোদন দিয়েছে।
দুদক জানায়, অভিযুক্তরা কোজি অ্যাপারেলস লিমিটেডের নামে ব্যাংক ঋণপত্র (এলসি) তৈরি করে আমদানি-রপ্তানি দেখিয়ে অর্থ আত্মসাত করেছেন। নবসৃষ্ট প্রতিষ্ঠানটির পরিচালকদের পূর্ব অভিজ্ঞতা ছিল না। অভিযুক্তরা বিভিন্ন ধারায় দণ্ডনীয় অপরাধ করেছেন, যার মধ্যে রয়েছে দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন।
সম্পর্কিত