ঢাকা ১৫ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
অস্ত্রোপচার ছাড়াই প্রাণঘাতী রক্তক্ষরণ থেকে রক্ষা প্রায় শত কোটি টাকার মালিক লিটন, দুদুকে মামলার প্রস্তুতি ব্যারিস্টার সাফায়েত মোহাম্মদ রাজু ইস্টার্ন ইউনিভার্সিটির চেয়ারম্যান নির্বাচিত সিইএস ২০২৬ প্রদর্শনীতে উন্মোচন হলো আসুসের আরওজি গেমিং ল্যাপটপ দেশজুড়ে ওয়াই-ফাই কলিং সেবা চালু করল বাংলালিংক ১৩৬ কোটি টাকা আত্মসাত: সালমান এফ রহমানসহ ২২ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন যুক্তরাষ্ট্র ভিসা বন্ড দুঃখজনক, কিন্তু অস্বাভাবিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইনে ফ্রি ফ্রিজ ও টিভি বসুন্ধরা পিএইচসি পাইলের সমঝোতা স্বাক্ষর গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুলের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৬টি পর্যবেক্ষক সংস্থার বিষয়ে আপত্তি আহ্বান করেছে ইসি

#

নিজস্ব প্রতিবেদক

০৮ নভেম্বর, ২০২৫,  4:29 PM

news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে অন্তর্ভুক্তির আবেদন যাচাই শেষে ১৬টি প্রতিষ্ঠানের বিষয়ে দাবি, আপত্তি ও অভিযোগ আহ্বান করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার এক গণবিজ্ঞপ্তি জারি করে ইসি জানায়, এই সংস্থাগুলোর বিষয়ে যদি কারও কোনো দাবি, আপত্তি বা অভিযোগ থাকে, তা ১৫ কার্যদিবসের মধ্যে (২৭ নভেম্বর বিকেল ৫টার মধ্যে) সিনিয়র সচিব বরাবর লিখিতভাবে জানাতে হবে।

ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হক জানান, আপত্তিকারীকে তার নাম, ঠিকানা, ফোন নম্বর ও প্রমাণাদিসহ ছয় সেট লিখিত আপত্তি দাখিল করতে হবে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আপত্তির শুনানি শেষে গ্রহণ বা বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি। এ বিষয়ে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। বিজ্ঞপ্তিটি ইসি সচিবালয়ের ওয়েবসাইটে (www.ecs.gov.bd) পাওয়া যাবে।

প্রাথমিকভাবে নিবন্ধনযোগ্য ১৬টি বেসরকারি পর্যবেক্ষক সংস্থা হলো—এসো জাতি গড়ি (এজাগ), নেত্রকোণা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এনএসডিও), ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওর (ডরপ), হেল্প সেন্টার ফর হিউম্যান রাইটস ফাউন্ডেশন, কেরানীগঞ্জ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সোসাইটি, দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা (ডিএমইউএস), রুরাল ইকোনমিক সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (রেসডো), রাসটিক (রুরাল আনফরচুনেটস সেফটি তালিসম্যান ইল্যুমিনেশন কটেজ), বাঁচতে শেখা, পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (পাশা), ইন্টারন্যাশনাল আসফ লিগ্যাল এইড ফাউন্ডেশন, মানব উন্নয়ন কেন্দ্র (মাউক), বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেনা অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান), যুব একাডেমি, শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) এবং উইমেন এন্টারপ্রিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

গত বৃহস্পতিবার ইসি ৬৬টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দেয়। তবে প্রাথমিক তালিকা থেকে ৭টি সংস্থা বাদ পড়ে আপত্তির কারণে।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, “৬৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়া হয়েছে। বাকি ১৬টি সংস্থার বিষয়ে দাবি-আপত্তি জানতে ১৫ কার্যদিবস সময় দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।”

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি