নিজস্ব প্রতিবেদক
২৫ ডিসেম্বর, ২০২৫, 11:54 AM
১৭ বছরের নির্বাসন শেষ: ঢাকায় তারেক রহমান, বিকেলেই মা খালেদা জিয়ার পাশে
ঢাকা দীর্ঘ ১৭ বছর ২ মাস (৬,৩১৪ দিন) পর স্বদেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে তাঁকে বহনকারী বিমানটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তাঁর এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশে দলটির নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ।
সিলেট হয়ে ঢাকা আগমন
বুধবার লন্ডন সময় রাত সোয়া ১০টায় (বাংলাদেশ সময় রাত সোয়া ১২টা) হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে বিমানটি প্রথমে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে এক ঘণ্টার যাত্রাবিরতি ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ১১টা ৪ মিনিটে পুনরায় ঢাকার পথে যাত্রা করে এবং বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছায়। তারেক রহমানের সঙ্গে তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এবং দলের প্রায় ৫০ জন নেতাকর্মী রয়েছেন।
বিমানবন্দরে কড়া নিরাপত্তা ও ‘বুলেটপ্রুফ’ গাড়ি
তারেক রহমানকে বরণ করতে বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ শীর্ষ নেতৃবৃন্দ। তাঁর নিরাপত্তার জন্য সকাল ৭টার দিকেই বিমানবন্দরে নেওয়া হয়েছে একটি বিশেষ বুলেটপ্রুফ গাড়ি। বিমানবন্দর থেকে পরবর্তী সব কর্মসূচিতে তিনি এই গাড়িতে করেই যাতায়াত করবেন। পুরো বিমানবন্দর এলাকা ও এর আশপাশে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
৩০০ ফিটে গণসংবর্ধনা ও সংক্ষিপ্ত ভাষণ
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ‘রজনীগন্ধা’য় আনুষ্ঠানিকতা শেষে তিনি সড়কপথে কুড়িল হয়ে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় (জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে) নির্মিত সংবর্ধনা মঞ্চে যাবেন। সেখানে উপস্থিত লাখো জনতার উদ্দেশে তিনি সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দেবেন। দলীয় সূত্রমতে, তিনি সেখানে দুপুর ৩টা ৪০ মিনিট পর্যন্ত অবস্থান করবেন।
মায়ের সঙ্গে সাক্ষাৎ ও ‘ফিরোজা’য় ফেরা
৩০০ ফিটের কর্মসূচি শেষ করে তারেক রহমান সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখানে বিকেল ৪টা ১০ মিনিট থেকে এক ঘণ্টা তিনি চিকিৎসাধীন মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাশে অবস্থান করবেন। দীর্ঘ সময় পর মা-ছেলের এই মিলনকে কেন্দ্র করে আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে নেতাকর্মীদের মাঝে। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি গুলশান অ্যাভিনিউয়ের ১৯ নম্বর রোডের বাসভবন ফিরোজা’তে যাবেন।
নেতাকর্মীদের উচ্ছ্বাস
সকাল থেকেই ঢাকার রাজপথ বিশেষ করে বিমানবন্দর থেকে ৩০০ ফিট পর্যন্ত এলাকা লোকে লোকারণ্য হয়ে উঠেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন নিয়ে স্লোগানে স্লোগানে এলাকা মুখরিত করে রেখেছেন। নেতাকর্মীদের মতে, তারেক রহমানের এই ফেরা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করবে।