নিজস্ব প্রতিবেদক
৩১ ডিসেম্বর, ২০২৫, 11:51 PM
অশ্রু আর দোয়ায় শেষ বিদায়: জিয়ার কবরের পাশে চিরনিদ্রায় খালেদা জিয়া
অশ্রু, দোয়া আর নীরব শোকে ভারী হয়ে ওঠে রাজধানী। লাখো মানুষের উপস্থিতিতে শেষ বিদায় জানানো হলো সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজায় অংশ নিতে মানিক মিয়া এভিনিউসহ আশপাশের কয়েক কিলোমিটার এলাকা জনসমুদ্রে পরিণত হয়। মাইকের আওয়াজ যতদূর পৌঁছেছে, মানুষ ততদূর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে জানাজায় শরিক হন। কারও চোখে অশ্রু, কেউবা হাত তুলে নীরবে প্রার্থনায় মগ্ন ছিলেন।
জানাজার সম্মুখসারিতে দাঁড়িয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শোকাহত তারেক রহমানকে বুকে টেনে নেন এবং সান্ত্বনা জানান—সে দৃশ্য অনেককেই আবেগাপ্লুত করে তোলে।
এর আগের রাত থেকেই শীত উপেক্ষা করে মানুষ মানিক মিয়া এভিনিউ ও আশপাশের এলাকায় জড়ো হতে থাকেন। বুধবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই জমায়েত রূপ নেয় এক বিশাল জনস্রোতে।
দীর্ঘ রাজনৈতিক জীবনের ইতি টেনে বেগম খালেদা জিয়া আজ তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন—যেখানে ইতিহাস, রাজনীতি ও আবেগ এক হয়ে গেছে।