ঢাকা ১৫ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
অস্ত্রোপচার ছাড়াই প্রাণঘাতী রক্তক্ষরণ থেকে রক্ষা প্রায় শত কোটি টাকার মালিক লিটন, দুদুকে মামলার প্রস্তুতি ব্যারিস্টার সাফায়েত মোহাম্মদ রাজু ইস্টার্ন ইউনিভার্সিটির চেয়ারম্যান নির্বাচিত সিইএস ২০২৬ প্রদর্শনীতে উন্মোচন হলো আসুসের আরওজি গেমিং ল্যাপটপ দেশজুড়ে ওয়াই-ফাই কলিং সেবা চালু করল বাংলালিংক ১৩৬ কোটি টাকা আত্মসাত: সালমান এফ রহমানসহ ২২ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন যুক্তরাষ্ট্র ভিসা বন্ড দুঃখজনক, কিন্তু অস্বাভাবিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইনে ফ্রি ফ্রিজ ও টিভি বসুন্ধরা পিএইচসি পাইলের সমঝোতা স্বাক্ষর গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুলের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

আ.লীগ ও জাতীয় পার্টি ছাড়া নির্বাচন হলে তা নির্বাচন হবে না: জি এম কাদের

#

ডেস্ক রিপোর্ট

২৪ অক্টোবর, ২০২৫,  12:17 AM

news image

জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপজেলা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, “আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দেওয়া হয়েছে। মাত্র তিন শতাংশ লোক নিয়ে অন্তর্বর্তী সরকার নির্বাচন করতে চাচ্ছে। এ অবস্থায় নির্বাচন করতে গেলে তা কোনো নির্বাচন হবে না।”

তিনি অভিযোগ করেন, “যে নির্বাচনের জন্য শেখ হাসিনাকে আমরা ফ্যাসিস্ট বলেছি, সেই পাতানো খেলার পুনরাবৃত্তি ঘটাচ্ছে বর্তমান সরকার। ঐক্য কমিশনের নামে অনৈক্য সৃষ্টি করা হচ্ছে— যা দেশের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র।”

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, “অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নয়। যাদের নিজস্ব দল আছে, তারা তত্ত্বাবধায়ক হতে পারে না। শেখ হাসিনার মতো বিশ্বসমর্থিত নেতা টিকতে পারেননি, সেখানে এই পাতানো সরকার দুই মিনিটও টিকবে না।”

তিনি আরও বলেন, “জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে। প্রশাসনিক আদেশে আওয়ামী লীগকে বাদ দেওয়া কোনো আইনি প্রক্রিয়া নয়। দোষী সাব্যস্ত না করে এমন সিদ্ধান্ত গ্রহণ বেআইনি।”

সভায় দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, দেশে এখন ঐকমত্যের অভাব ও রাজনৈতিক বিভাজন চরমে পৌঁছেছে। নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্দলীয় বা সর্বদলীয় তত্ত্বাবধায়ক সরকার দরকার। জাতীয় পার্টি ছাড়া নির্বাচন করার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি