বিজ্ঞপ্তি
৩০ ডিসেম্বর, ২০২৫, 7:26 PM
খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন
সাউথ এশিয়ার ‘লৌহ মানবী’ ও আপসহীন নেত্রী, বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন (প্রযুক্তিবিদ স্বাস্থ্য)।
এক শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনসহ বিএনপির নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
খান মনিরুজ্জামান মিলটন বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষায় আপসহীন এক সংগ্রামী নেত্রী। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে জাতি এক প্রজ্ঞাবান ও সাহসী রাষ্ট্রনায়ককে হারাল।
তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন, যেন বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবার ও নেতাকর্মীদের এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করেন।