ঢাকা ১৫ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
অস্ত্রোপচার ছাড়াই প্রাণঘাতী রক্তক্ষরণ থেকে রক্ষা প্রায় শত কোটি টাকার মালিক লিটন, দুদুকে মামলার প্রস্তুতি ব্যারিস্টার সাফায়েত মোহাম্মদ রাজু ইস্টার্ন ইউনিভার্সিটির চেয়ারম্যান নির্বাচিত সিইএস ২০২৬ প্রদর্শনীতে উন্মোচন হলো আসুসের আরওজি গেমিং ল্যাপটপ দেশজুড়ে ওয়াই-ফাই কলিং সেবা চালু করল বাংলালিংক ১৩৬ কোটি টাকা আত্মসাত: সালমান এফ রহমানসহ ২২ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন যুক্তরাষ্ট্র ভিসা বন্ড দুঃখজনক, কিন্তু অস্বাভাবিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইনে ফ্রি ফ্রিজ ও টিভি বসুন্ধরা পিএইচসি পাইলের সমঝোতা স্বাক্ষর গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুলের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

খালেদা জিয়ার শারীরিক অবস্থা ধীরগতির উন্নতি, কিডনি জটিলতা নিয়ে উদ্বিগ্ন মেডিকেল বোর্ড

#

নিজস্ব প্রতিবেদক

০৯ ডিসেম্বর, ২০২৫,  11:01 PM

news image

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হলেও তা খুবই ধীরগতিতে হচ্ছে বলে জানিয়েছে তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। কিডনি জটিলতা নিয়ন্ত্রণে রাখতে প্রতিনিয়ত ডায়ালাইসিস দিতে হওয়ায় মেডিকেল বোর্ড বেশ উদ্বিগ্ন।

গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ৮০ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ২৭ নভেম্বর ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। তিনি দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, লিভার, হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যাসহ বহুবিধ জটিলতায় ভুগছেন।

সোমবার সন্ধ্যায় বোর্ডের একজন চিকিৎসক সমকালকে বলেন, "ম্যাডামের উন্নতি আছে। তবে আহামরি বলা যাবে না। বয়সজনিত কারণে সেরে উঠতে সময় লাগবে। তাঁর মাল্টিপল ডিজিজ থাকায় একটি রোগ থেকে সেরে উঠলে আরেকটি দেখা দেয়।"

ওই চিকিৎসক জানান, লিভারের পুরোনো সমস্যা নিয়ন্ত্রণে থাকলেও কিডনি জটিলতায় তিনি ভুগছেন। "কিডনির ক্রিয়েটিনিনের মাত্রা বর্ডার লাইন অতিক্রম করেছে বেশ আগেই। এটি নিয়ন্ত্রণে রাখাই কষ্ট হচ্ছে। প্রতিনিয়ত ডায়ালাইসিস দিতে হচ্ছে। ডায়ালাইসিস বন্ধ করলেই কিডনির অবস্থা অবনতি হয়।"

সিসিইউতে নেওয়ার পর থেকে প্রতিদিন নানা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। প্যারামিটারগুলো খারাপ না এলেও তিনি এখনো 'ঝুঁকিমুক্ত নন' বলে চিকিৎসক জানান। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি দুই ডজনের মতো বিশেষজ্ঞ চিকিৎসক সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন রাতে বৈঠক করে চিকিৎসার পরিবর্তন আনছে।

এদিকে, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিতে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার আসছে না। এয়ার অ্যাম্বুলেন্স অপারেটর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে মঙ্গলবারের ওই স্লট বাতিল করার আবেদন করেছে বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে। এ নিয়ে পঞ্চমবারের মতো পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা। বিএনপি নেতারা বলছেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তাঁর চিকিৎসক দল।

জানা গেছে, দেশে ফেরার পর থেকে খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জোবাইদা রহমান বোর্ডের কার্যক্রমে সশরীরে অংশ নিচ্ছেন এবং চিকিৎসার বিষয়গুলো সমন্বয় করছেন। দিনের বেশিরভাগ সময় তিনি শাশুড়ির শয্যাপাশে কাটান। তাঁর সঙ্গে সার্বক্ষণিক আছেন পুত্রবধূ শর্মিলা রহমান, ছোট ভাই শামীম এস্কান্দার ও তাঁর স্ত্রী কানিজ ফাতেমা এবং গৃহপরিচারিকা ফাতেমা ও স্টাফ রূপা আক্তার। চিকিৎসকদের পরামর্শে গুলশানের বাসা থেকে প্রতিদিন তাঁর জন্য খাবার পাঠানো হচ্ছে।

মেডিকেল বোর্ড জানিয়েছে, শারীরিক অবস্থার কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নতি না হওয়া পর্যন্ত খালেদা জিয়াকে বিদেশ নিয়ে উন্নত চিকিৎসার কথা ভাবা হচ্ছে না।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি