নিজস্ব প্রতিবেদক
১১ ডিসেম্বর, ২০২৫, 11:52 PM
খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা চলছেঃ মেডিকেল বোর্ডের তদারকি অব্যাহত
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। সিসিইউতে তাঁর অবস্থার জন্য প্রয়োজনীয় সব চিকিৎসা প্রদান করা হচ্ছে এবং তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন।
গতকাল বুধবার রাতে হাসপাতাল গেটে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, বিদেশে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের প্রযুক্তিগত সমস্যার কারণে শনিবার তাঁর বিদেশে নেওয়া সম্ভব হয়নি। তবে মেডিকেল বোর্ড পরামর্শ অনুযায়ী দেশে চিকিৎসা অব্যাহত রাখা হয়েছে।
২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি খালেদা জিয়ার চিকিৎসা অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞদের মেডিকেল বোর্ড তদারকিতে চলছে। মেডিকেল বোর্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানও রয়েছেন। ৫ ডিসেম্বর তিনি লন্ডন থেকে ঢাকায় এসে খালেদা জিয়ার চিকিৎসা তদারকি করছেন।
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিস এবং কিডনিসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম বিকেলে হাসপাতাল পরিদর্শন করেন এবং চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে খালেদা জিয়ার চিকিৎসা ও পরবর্তী করণীয় খোঁজেন।