নিজস্ব প্রতিবেদক
১১ ডিসেম্বর, ২০২৫, 11:50 PM
ছাত্র-জনতার পদত্যাগে অন্তর্বর্তী সরকারের মন্ত্রণালয় সমন্বয়ে চাপ বৃদ্ধি
ছাত্র-জনতার অভ্যুত্থান থেকে উঠে আসা তরুণ নেতা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগটি শুধু ব্যক্তিগত নয়, সরকারের মন্ত্রণালয় সমন্বয়ের ওপরও প্রভাব ফেলতে পারে।
মাহফুজ আলমের পদত্যাগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে নবায়ন করতে হতে পারে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানার কাছে। অন্যদিকে আসিফ মাহমুদের পদত্যাগ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বকে শূন্য করে দিয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, নতুন দায়িত্ব বণ্টন করতে গিয়ে মন্ত্রণালয়গুলোতে অভিজ্ঞতার প্রভাব এবং অতিরিক্ত দায়িত্ব গ্রহণে উপদেষ্টাদের প্রস্তুতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আদিলুর রহমান ও মুহাম্মদ ফাওজুল কবির খানের ক্ষেত্রে দেখা যাচ্ছে, অতিরিক্ত দায়িত্ব গ্রহণে জটিলতা থাকতে পারে, যা প্রধান উপদেষ্টার সমন্বয় দক্ষতার পরীক্ষা করবে।
মন্ত্রণালয় সমন্বয়ের এই প্রক্রিয়া আগামীদিনে অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে তরুণ প্রজাতন্ত্রের রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবকে নতুন মাত্রা দিতে পারে।