নিজস্ব প্রতিবেদক
২১ ডিসেম্বর, ২০২৫, 12:02 AM
তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ছাত্রদলের জরুরি সভা রোববার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন প্রত্যাবর্তনকে কেন্দ্র করে জরুরি সভা ডেকেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সভাটি আগামীকাল রোববার দুপুর আড়াইটায় রাজধানীর নয়াপল্টনস্থ ভাসানী ভবনের তৃতীয় তলায় অনুষ্ঠিত হবে।
শনিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) জাহাঙ্গীর আলম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির কেন্দ্রীয় সংসদের সকল পর্যায়ের নেতাদের নির্দিষ্ট সময়ের মধ্যে সভায় উপস্থিত থাকার নির্দেশনা দিয়েছেন।
দলীয় সূত্র জানায়, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরছেন। তাঁর প্রত্যাবর্তনে সর্বোচ্চ লোকসমাগম নিশ্চিত করার প্রস্তুতির অংশ হিসেবেই এই জরুরি সভা ডাকা হয়েছে।