ঢাকা ১৫ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
অস্ত্রোপচার ছাড়াই প্রাণঘাতী রক্তক্ষরণ থেকে রক্ষা প্রায় শত কোটি টাকার মালিক লিটন, দুদুকে মামলার প্রস্তুতি ব্যারিস্টার সাফায়েত মোহাম্মদ রাজু ইস্টার্ন ইউনিভার্সিটির চেয়ারম্যান নির্বাচিত সিইএস ২০২৬ প্রদর্শনীতে উন্মোচন হলো আসুসের আরওজি গেমিং ল্যাপটপ দেশজুড়ে ওয়াই-ফাই কলিং সেবা চালু করল বাংলালিংক ১৩৬ কোটি টাকা আত্মসাত: সালমান এফ রহমানসহ ২২ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন যুক্তরাষ্ট্র ভিসা বন্ড দুঃখজনক, কিন্তু অস্বাভাবিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইনে ফ্রি ফ্রিজ ও টিভি বসুন্ধরা পিএইচসি পাইলের সমঝোতা স্বাক্ষর গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুলের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

তারেক রহমান ফেরার আগেই নির্বাচন প্রস্তুতি গুছাচ্ছে বিএনপি

#

নিজস্ব প্রতিবেদক

২১ ডিসেম্বর, ২০২৫,  5:46 PM

news image

বাগেরহাটের চার আসনে প্রার্থী চূড়ান্ত, কয়েক আসনে আসতে পারে পরিবর্তন

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব সাংগঠনিক ও নির্বাচনী কার্যক্রম গুছিয়ে নিচ্ছে বিএনপি। যেসব আসনে এখনও প্রার্থী ঘোষণা হয়নি, সেগুলোতেও মনোনয়ন চূড়ান্ত করার কাজ চলছে। এরই ধারাবাহিকতায় বাগেরহাটের চারটি সংসদীয় আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে দলটি। পাশাপাশি কয়েকটি আসনে ঘোষিত প্রার্থী পরিবর্তন নিয়েও আলোচনা চলছে।

নির্বাচনী প্রচার-প্রচারণার কৌশল নির্ধারণে বিএনপি ইতোমধ্যে সারাদেশের দলীয়, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে সাত দিনের তথ্য-প্রচার কর্মসূচি সম্পন্ন করেছে। পাশাপাশি তিন ধাপে দেশের ২৭৬টি আসনে মনোনীত প্রার্থীদের নিয়ে কর্মশালাও শেষ করেছে দলটি।

কর্মশালাগুলোতে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষি কার্ডের মাধ্যমে কীভাবে ডিজিটাল নেটওয়ার্ক ব্যবহার করে নাগরিক সেবা নিশ্চিত করা যায়— সে বিষয়ে বিএনপির পরিকল্পনা তুলে ধরা হয়। এছাড়া নির্বাচনকেন্দ্রিক সার্বিক প্রস্তুতি, ভোটার তালিকা প্রণয়ন, কেন্দ্র ও আসনভিত্তিক প্রচারণা কৌশল নিয়ে প্রার্থীদের দিকনির্দেশনা দেওয়া হয়।

গতকাল প্রার্থীদের সঙ্গে বৈঠকে ভোটের মাঠে করণীয়, প্রচার-প্রচারণা, মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। বিশেষভাবে নির্বাচনে বিজয়ের লক্ষ্যে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এবং জনসম্পৃক্ত আট দফা কর্মসূচি ভোটারদের সামনে সহজভাবে তুলে ধরার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে প্রতিটি প্রার্থীর কাছ থেকে ৫৫ হাজার টাকা করে দলীয় মনোনয়ন ফি সংগ্রহ করা হয়।

বৈঠকে তারেক রহমান বলেন, “ধানের শীষ প্রতীকে মনোনীত প্রত্যেককেই সংসদ সদস্য হিসেবে দেখতে চাই। বিজয় ছাড়া কোনো বিকল্প নেই।”

নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে প্রার্থীদের নিজ নিজ আসনের এজেন্ট ও পোলিং এজেন্টদের প্রশিক্ষণের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম, সোশ্যাল মিডিয়া ম্যানেজারের তথ্য এবং প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য জমা দিতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোটের দিন কেন্দ্রভিত্তিক ব্যবস্থাপনা, এজেন্টদের প্রশিক্ষণ এবং ডিজিটাল প্রচারণা আরও শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে বিএনপি। ব্যাংক ঋণ বা আইনি জটিলতা রয়েছে— এমন প্রার্থীদের ক্ষেত্রে বিকল্প প্রার্থীও প্রস্তুত রাখা হচ্ছে, যদিও পরিবর্তন হবে সীমিত সংখ্যক আসনে।

বাগেরহাটে বিএনপির চূড়ান্ত প্রার্থীরা

বাগেরহাট-১ আসনে কপিল কৃষ্ণ মণ্ডল,

বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনে ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন,

বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে ড. শেখ ফরিদুল ইসলাম এবং

বাগেরহাট-৪ আসনে সোমনাথ দে বিএনপির মনোনয়ন পেয়েছেন।

এছাড়া চট্টগ্রাম-৪, চট্টগ্রাম-১২, ব্রাহ্মণবাড়িয়া-৪ এবং যশোরের দুটি আসনে প্রার্থী পরিবর্তনের সম্ভাবনার কথাও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

দলীয় সূত্র মতে, নির্বাচনে ভিন্নতা আনতে দক্ষ ব্যক্তিদের সমন্বয়ে বিশেষ কমিটিও গঠন করা হয়েছে। নির্বাচন কার্যক্রম পরিচালনার জন্য রাজধানীর গুলশানে একটি আলাদা কার্যালয়ও নেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি