ঢাকা ১৫ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
অস্ত্রোপচার ছাড়াই প্রাণঘাতী রক্তক্ষরণ থেকে রক্ষা প্রায় শত কোটি টাকার মালিক লিটন, দুদুকে মামলার প্রস্তুতি ব্যারিস্টার সাফায়েত মোহাম্মদ রাজু ইস্টার্ন ইউনিভার্সিটির চেয়ারম্যান নির্বাচিত সিইএস ২০২৬ প্রদর্শনীতে উন্মোচন হলো আসুসের আরওজি গেমিং ল্যাপটপ দেশজুড়ে ওয়াই-ফাই কলিং সেবা চালু করল বাংলালিংক ১৩৬ কোটি টাকা আত্মসাত: সালমান এফ রহমানসহ ২২ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন যুক্তরাষ্ট্র ভিসা বন্ড দুঃখজনক, কিন্তু অস্বাভাবিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইনে ফ্রি ফ্রিজ ও টিভি বসুন্ধরা পিএইচসি পাইলের সমঝোতা স্বাক্ষর গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুলের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নির্বাচন কমিশনে ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জুলাই, ২০২৫,  4:29 PM

news image

বিএনপি ২০২৪ সালের আয় ও ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে। দলটির হিসাব অনুযায়ী, তাদের ওই বছরে মোট আয় ছিল ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা, ব্যয় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২০ টাকা, এবং ব্যাংকে জমা রয়েছে ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ১৯ টাকা।

রোববার (২৭ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই হিসাব জমা দেয় বিএনপির একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

হিসাব জমা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী বলেন, যারা গণতন্ত্রকে ধ্বংস করেছিল, তারা নির্বাচন বানচাল করতে চক্রান্ত করতে পারে। এই চক্রান্ত মোকাবিলা করার দায়িত্ব সরকারের।

তিনি আরও বলেন, “জনগণ একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রত্যাশা করে। বিগত ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। তাই কমিশনের কাছে আমাদের প্রত্যাশা, তারা এবার তা নিশ্চিত করবে।

রিজভী অভিযোগ করেন, অতীতে মেরুদণ্ডহীন ব্যক্তিদের ইসিতে বসিয়ে কারচুপির নির্বাচন করেছে সরকার। বিগত ফ্যাসিস্ট সরকার নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে।

এর আগের দিন শনিবার নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের একান্ত সচিব মোহাম্মদ আশরাফুল আলম জানান, রোববার বিএনপির পক্ষ থেকে ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়া হবে।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ গত ৭ জুলাই জানান, নিবন্ধিত দলগুলোর কাছে আয়-ব্যয়ের হিসাব চেয়ে চিঠি পাঠানো হয়েছে। তবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় তাদের চিঠি দেওয়া হয়নি।

বর্তমানে নিবন্ধিত দল রয়েছে ৫১টি, এর মধ্যে আওয়ামী লীগ বাদে ৫০টি দলকেই চিঠি দিয়েছে কমিশন।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর ধারা অনুযায়ী, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আগের বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিতে হয়। পর পর তিন বছর এই হিসাব না দিলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি