নিজস্ব প্রতিবেদক
২২ ডিসেম্বর, ২০২৫, 11:28 PM
হাদি হত্যার বিচারে ট্রাইব্যুনাল ও এফবিআই–স্কটল্যান্ড ইয়ার্ডের সহায়তা চায় ইনকিলাব মঞ্চ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে বিচারিক ট্রাইব্যুনাল গঠন এবং তদন্তে এফবিআই ও স্কটল্যান্ড ইয়ার্ডের মতো পেশাদার আন্তর্জাতিক ইন্টেলিজেন্স সংস্থার সহায়তা নেওয়ার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
সোমবার দুপুর ১২টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে জরুরি সংবাদ সম্মেলনে এসব দাবি জানান ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।
সংবাদ সম্মেলনে বলা হয়, হাদি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত খুনি, পরিকল্পনাকারী ও মদদদাতাদের বিষয়ে ১১ দিন পার হলেও সরকারের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রশাসনের দেওয়া বক্তব্যে তারা সন্তুষ্ট নন বলে জানান ইনকিলাব মঞ্চের নেতারা।
দাবির অংশ হিসেবে দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন এবং আন্তর্জাতিক মানের তদন্ত সহায়তা গ্রহণের আহ্বান জানানো হয়। একইসঙ্গে হত্যাকাণ্ডে জড়িত ও মদদদাতাদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।