ঢাকা ১৫ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
অস্ত্রোপচার ছাড়াই প্রাণঘাতী রক্তক্ষরণ থেকে রক্ষা প্রায় শত কোটি টাকার মালিক লিটন, দুদুকে মামলার প্রস্তুতি ব্যারিস্টার সাফায়েত মোহাম্মদ রাজু ইস্টার্ন ইউনিভার্সিটির চেয়ারম্যান নির্বাচিত সিইএস ২০২৬ প্রদর্শনীতে উন্মোচন হলো আসুসের আরওজি গেমিং ল্যাপটপ দেশজুড়ে ওয়াই-ফাই কলিং সেবা চালু করল বাংলালিংক ১৩৬ কোটি টাকা আত্মসাত: সালমান এফ রহমানসহ ২২ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন যুক্তরাষ্ট্র ভিসা বন্ড দুঃখজনক, কিন্তু অস্বাভাবিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইনে ফ্রি ফ্রিজ ও টিভি বসুন্ধরা পিএইচসি পাইলের সমঝোতা স্বাক্ষর গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুলের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

‘নির্বাচন ছাড়া বিকল্প নেই’- জাতীয় প্রেস ক্লাবে মান্না

#

নিজস্ব প্রতিবেদক

০৪ ডিসেম্বর, ২০২৫,  11:59 PM

news image

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেও নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হতে হবে। তিনি মনে করেন, অন্তর্বর্তীকালীন সরকার ছলচাতুরী করে ক্ষমতায় টিকে থাকার সুযোগ কমেছে।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে গণতন্ত্র মঞ্চ আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মান্না বলেন, “যত রাজনৈতিক দল আছে, কেউ প্রকাশ্যে নির্বাচন বিরোধিতা করছে না। এনসিপি তফসিল ঘোষণার আহ্বান জানিয়েছে। তারা বলেছে- নির্বাচন পেছানো নয়, নির্বাচন হতেই হবে। ধরে নিচ্ছি নির্বাচন হবে, সেই ভিত্তিতে আমাদের প্রস্তুতি নিতে হবে।”

তিনি বলেন, শেখ হাসিনার ফাঁসির রায় হওয়ার পরও ভারত ‘নিরপেক্ষ অবস্থান’ নিয়েছে। “পরিস্থিতি মানা ছাড়া তাদের উপায় নেই,” মন্তব্য করেন তিনি।

বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, এ পরিস্থিতি চলতে থাকলে বিএনপি আদৌ নির্বাচন করতে পারবে কি না, তা অনিশ্চিত হয়ে উঠছে।

এ সময় তিনি আরও বলেন, বিএনপি গণতন্ত্র মঞ্চের সঙ্গে বসেনি, নিজের মতো প্রার্থী ঘোষণা করেছে। “আমরা কয়টি আসন পাবো, তা ভাবার আগে জনগণ নির্বাচন নিয়ে কী ভাবছে, সেটিই বেশি গুরুত্বপূর্ণ,” বলেন মান্না।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, গণতন্ত্র মঞ্চ ইতোমধ্যে ১৩৮ জন প্রার্থীর তালিকা ঘোষণা করেছে। শিগগিরই ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার লক্ষ্য রয়েছে। তিনি জানান, রাজনৈতিক বোঝাপড়া গড়তে তারা বিএনপির সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন।

তিনি বলেন, তারা চান নির্বাচনের আয়োজন হোক অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের অধীনে, তবে “জনগণের আস্থাই এখানে মূল বিষয়।”

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, নির্বাচন ও সংস্কার এখন একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। নির্বাচন বানচালের যেকোনো প্রচেষ্টা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার বিরুদ্ধে যাবে। তিনি বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি