নিজস্ব প্রতিবেদক
২৫ ডিসেম্বর, ২০২৫, 11:42 PM
‘ভিন্নমত অপরাধ নয়, অধিকার’—তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে হাসনাত আবদুল্লাহ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরাকে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায় হিসেবে দেখছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, এই প্রত্যাবর্তন কোনো ব্যক্তি বা দলের অর্জন নয়; বরং এটি জনগণের গণতান্ত্রিক সংগ্রাম ও গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত একটি বাস্তবতা।
হাসনাত আবদুল্লাহ বলেন, অভ্যুত্থান–পরবর্তী বাংলাদেশে এমন একটি রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা জরুরি, যেখানে ভিন্নমত কোনো অপরাধ হিসেবে বিবেচিত হবে না, বরং তা নাগরিক অধিকার হিসেবে স্বীকৃত হবে। তিনি বলেন, নতুন বাংলাদেশে গণতন্ত্র শুধু নির্বাচনকেন্দ্রিক থাকবে না; বরং মতপ্রকাশের স্বাধীনতা, সংগঠিত হওয়ার অধিকার এবং রাজনৈতিক প্রতিযোগিতার ন্যায্য পরিবেশ নিশ্চিত করাই হবে গণতন্ত্রের মূল সংজ্ঞা।
তিনি আরও বলেন, বিগত দেড় দশকে অবরুদ্ধ রাজনৈতিক পরিসর ভেঙে আজ যে মুক্ত বাংলাদেশের পথে দেশ এগোচ্ছে, সেখানে আইনের শাসন ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করাই হবে মূল লড়াই। এই লড়াই কোনো ব্যক্তি বা দলের মধ্যে সীমাবদ্ধ না রেখে জনগণের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠার দায়িত্ব সব রাজনীতিবিদের।
স্ট্যাটাসে তারেক রহমানকে স্বাগত জানিয়ে হাসনাত আবদুল্লাহ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের সংগ্রামে তারেক রহমানের সক্রিয় অংশগ্রহণ জনগণের প্রত্যাশা ও ইতিহাসের দায় পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।